কর অঞ্চল ১১, ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের স্থানীয় পর্যায়ের একটি প্রশাসনিক কেন্দ্র যা কর নির্ধারণ, চাহিদা প্রেরণ ও কর সংগ্রহ করে থাকে। কর অঞ্চল ১১, ঢাকা এর আওতায় ২২টি কর সার্কেল আয়কর নির্ধারণের মাধ্যমে কর আদায় কাজে নিয়োজিত। অতিরিক্ত কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জ এবং যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জসহ সর্বমোট ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে তদারকি করে থাকে। কর কমিশনারের কার্যালয় এ সকল কার্যালয়ের কার্যক্রম তত্ত্বাবধান করার মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে থাকে।